আগামিকাল থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত যাত্রী পরিচয় যাচাই করার মাধ্যমে টিকিট কালোবাজারি দূর করার জন্য “টিকিট যার, ভ্রমণ তার” নীতি বাস্তবায়ন। এজন্য রেল অনেকগুলো টাস্কফোর্স গঠন করেছে। কোন টিম কখন কোন ট্রেন চেক করবে বা পথিমধ্যে কোন ট্রেনে উঠবে, তা আগে থেকে জানার উপায় নেই।
ট্রেনে ভ্রমণকালীন যাত্রী তার পরিচয় নিশ্চিত করতে না পারলে, তাকে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করে ডাবল জরিমানা আদায় করা হবে। এর সাথে আছে সবার সামনে ইজ্জত পাংচারের ব্যাপার। তাই সাথে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি ও অন্যান্য ক্ষেত্রে পরিচয়ের প্রমাণক রাখবেন।
প্রথম প্রথম সবার কষ্ট হবে। পরে সব সহজ ও ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, আপনার টিকিট, আপনি কেটেছেন স্বাচ্ছন্দে এবং দু:শ্চিন্তাবিহীনভাবে। আগে আপনার টিকিট কেটে রাখত অভিশপ্ত কালোবাজারিরা।
স্ট্যান্ডিং যাত্রী এই যাত্রী পরিচয় যাচাইকে জটিল করে তুলতে পারে। তাই স্ট্যান্ডিং যাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা শোভন শ্রেণী ছাড়া এসিতে ভ্রমণ করবেন না।
যাত্রীদের কাছে কোন তথ্য থাকলে তা সরাসরি আমাকে ইনবক্সে দেবেন। আপনাদের আপলোড করার কোন দরকার নেই।