ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জামায়াত নেতা ফারুকী’র কারামুক্তি, ইসলামপুরে সংবর্ধনা

বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল এর পরিচালক ড.সামিউল হক ফারুকীর কারামুক্তি হওয়ায় সংবর্ধনা দিয়েছেন ইসলামপুর উপজেলা জামায়াত ইসলামের নেতাকর্মী। 

শনিবার (১০আগষ্ট) ইসলামপুর উপজেলার সকাল এগারোটা সময় ঐতিহাসিক থানামোড় বটতলা চত্বরে আলোচনা সভা শেষে উপজেলার প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। 

এর আগে সকাল ১০টায়  মটর সাইকেল যোগে ইসলামপুর উপজেলা বটতলা থানা মোড়ে সভাস্থলে   উপস্থিত হন । পরে সেখানে একটি সভায় প্রধান অতিথির বক্তৃতা কারামুক্তি হয়ে  ইসলামপুরে বটতলা থানা মোড় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডাঃ সামিউল হক বলেন, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হলেন আবু সাঈদ। নৈতিক ঋণ পরিশোধ করতে আমরা এখানে এসেছি। শুধু বাংলাদেশের নয়, সাঈদ এখন দুনিয়াবাসীর সম্পদ। আবু সাঈদ নিজেই একটা ইতিহাস। যারা শহিদ হয়েছেন, জীবন দিয়েছেন, তারা প্রত্যেকটা এক একটা ইতিহাস। যারা লড়াই করে গাজী হিসেবে বেঁচে আছে তারাও ইতিহাস।

তিনি কালবেলা কে বলেন , এই বিপ্লবের ফল কেউ যাতে ‘হাইজ্যাক’ করতে না পারে, সেজন্য এ প্রজন্মের যুবকদের এবং দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। কোনো মতলববাজ, রাজনৈতিক বা অন্য কোনো অপশক্তিকে এলাউ করব না। আমরা প্রত্যেকেই পাহারাদার হিসেবে জাতির অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিষয় নিয়ে এসব কথা বলেন।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তিনি বলেন, এই বিপ্লব আমরা করিনি, এ বিপ্লব করেছে আমাদের যুব সমাজ। এরা আমাদের সন্তান, এরা আমাদের বিপ্লবের এই আন্দোলনে ভুল করে নাই। আমরা বিশ্বাস করি এরা এখনো ভুল করবে না। তাদের সঙ্গে কথা বলে আগামীর দিক নির্দেশনা নিতে হবে।  

ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ রাশেদুজ্জামান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ অঞ্চল কর্ম পরিষদ এড. নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি এড. আব্দুল আউয়াল, উপজেলা নায়েবে আমির আমজাদ হোসেন সহ আরো অনেকে।

এ সময় উপজেলা জামায়েত ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি