ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

গোপালগঞ্জ জেলায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা করেছে।
এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছে।
আজ বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতা কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং শ্লোগান দিতে থাকে।
গোপালগঞ্জ জেলায় দায়িত্বে থাকা সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে বাক বিতন্ডা হয় এবং একপর্যায়ে দলটির নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায়।
গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট-পাটকেল ছুড়তে শুরু করে।
একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে।
একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, ‘৩ থেকে ৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে।
তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুরসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি