ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

চাকরিতে পুনর্বহালের দাবি আনসারদের

বার্তা কক্ষ
আগস্ট ১৪, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক আনসারদেরকে চাকুরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন চাকুরিচ্যুত আনসার সদস্যরা।

বুধবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৯৯৪ সালের চাকুরিচ্যুত ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন,  বিদ্রোহের কারণে আনসার সদস্যদের চাকরি হারানো সংক্রান্ত এক রিট আবেদনের অবজারভেশনে আপিল বিভাগ বলেছিলেন— বাহিনী চাইলে নির্দোষ সদস্যদের চাকরিতে ফেরাতে পারে। রায়টি প্রকাশ হয়েছে ২ ফেব্রুয়ারি ২০২২। এ রায়ের আলোকে আমাদের অসহনীয় অমানবিক জীবন থেকে মুক্তি  ও অসহায় সন্তানদের নিয়ে সামাজিকভাবে বেঁচে থাকার অধিকার পেতে চাকরিতে পুনঃবহালের জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছি।

তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমরাও অংশীদার হতে চাই। সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাই।

এ সময় মানববন্ধনে আব্দুর রব শিকদারসহ অর্ধশতাধিক আনসার সদস্য উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি