রাজধানীর যাত্রাবাড়ী এলাকার র ্যাব-১০ কার্যালয় থেকে গত ৫ আগস্ট লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র ্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এসব অস্ত্র হস্তান্তর করা হয়।
র ্যাব-১০ এর এসএসপিএমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ২৮ ইস্টবেঙ্গলের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিহান উদ্দিন আহমেদ খানের নেতৃত্বে একটি টহল দল শেখ রাসেল সেনানিবাস থেকে নরসিংদী আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে। তারা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী র ্যাব-১০ সদর দপ্তরের কাছে পৌঁছলে দেখতে পায় আন্দোলনকারীরা র ্যাব-১০ এর সদর দপ্তরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজ চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে মেজর জিহান উদ্দিন আহমেদ খান পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হন। এ ছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে অভিযান চালান। অভিযানে ৬০টি বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র, প্রায় চার হাজার রাউন্ড গুলি আন্দোলনকারীদের কাছ থেকে উদ্ধার করে।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রকিব, তাহমিদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও র ্যাব সদস্যরা।