ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে ইউপি চেয়ারম্যানেরা জনসেবা কাজে যোগ দিয়েছে

বার্তা কক্ষ
আগস্ট ২০, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এনামুল হক (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে জামালপুরের ইসলামপুর  উপজেলার প্রায় বেশিরভাগ ইউনিয়নের জনপ্রতিনিধিরা আত্মগোপনে ছিলেন ।

জানা গেছে, ইসলামপুর  উপজেলার ১টি পৌরসভা  ১২টি ইউনিয়ন। পৌরসভা সহ ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকলেও ১৫ আগস্ট থেকে ২নং বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক  ১নং কুলকান্দী ইউপির চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ, চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আঃ সালাম, নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইন্জিঃ রুমান, সাপধরী  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ্ আলম মন্ডল, চরপুটিমারি ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ্জামান,গাইবান্ধা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাকসুদুর রহমান আনছারী, পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইফতেখার আলম,বাবলু, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম  কার্যালয়ে কাজে যোগ দিয়েছেন।

বাকি এক চেয়ারম্যান এখনো ইউনিয়ন পরিষদে অনুপস্থিত আছেন। তারা হলেন, ইসলামপুর সদর  ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ  আওয়ামী লীগের উপজেলা শাখার সহ সভাপতি  হাবিবুর রহমান শাহীন।

যে সকল জনপ্রতিনিধিরা দলীয় দ্বায়িত্ব পালন করেন, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুর রহমান আনসারী  বাংলাদেশ আওয়ামী লীগের ইসলামপুর উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক।৭নং পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলম (বাবলু) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুরুজ্জামান ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি । ২নং বেলগাছা  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান (শাহীন) চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সহ সভাপতি।

ইসলামপুর  উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিরাজুল ইসলাম প্রথম বাংলা কে বলেন, কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবে। এ ছাড়া কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারাই নিবন্ধকের দায়িত্ব পালন করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি