বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আবেদন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী এ আবেদন করেন।
এর আগে ২২ আগস্ট রাতে সাকিব আল হাসানের নামে আদাবর থানায় হত্যা মামলা করা হয়। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যার ঘটনায় মামলাটি করা হয়।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে প্রায় ৫০০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। এ মামলায় বাংলাদেশের সাবেক অধিনায়ককে ২৮ নম্বর আসামি করা হয়। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, তাদের নির্দেশেই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে গুলি করে হত্যা করা হয়।