ঢাকা উত্তর সিটির উত্তরে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৭ ডিসেম্বর (বুধবার) উত্তরা পূর্ব থানার ১ নাম্বার ওয়ার্ডের এ কর্মী সভা – ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শরীফ উদ্দিন জুয়েল (আহবায়ক, মহানগর উত্তর যুবদল), প্রধান বক্তব্য হিসেবে ছিলেন,সাজ্জাদুল মিরাজ(সদস্য সচিব,ঢাকা মহানগর উত্তর যুবদল), বিশেষ অতিথি হিসেবে ছিলেন,মনিরুল ইসলাম স্বপন (সিনিয়র যুগ্ন-আহবায়ক,ঢাকা মহানগর উত্তর যুবদল), তসলিম আহসান মাসুম(যুগ্ম আহবায়ক,ঢাকা মহানগ উত্তর যুবদল),আবুল হাসান টিটু (যুগ্ম আহবায়ক,ঢাকা মহানগ উত্তর যুবদল),আল আমিন শেখ রুবেল (আহবায়ক,১ নং ওয়ার্ড, উত্তরা পূর্ব থানা যুবদল) ,অপু শিকদার প্রমূখ। এছাড়া যুবদল কর্মী সভায়া উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন (সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর যুবদল)। যুবদল কর্মী সভায়া অতিথি হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন বক্তব্যে বলেন, আমরা সবাই বিএনপির ভার প্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের বক্তব্যকে ফলো করবো এবং তার নির্দেশে দেশকে এগিয়ে নিয়ে যাবো। কর্মী সভায় তিনি আরও বলেন,তারেক রহমানের নির্দেশ ৫ আগস্টের পর যারা দলে এসেছে বা আসার চেষ্ট করছে তাদেরকে আমাদের দলে কোনো প্রয়োজন নাই, উক্ত কর্মী সভার পবিত্র কোরআন থেকে তেলোয়াত মধ্য দিয়ে শুরু হয়,এর যুব দলের নেতাকর্মী ও উপস্থিত অতিথি বৃন্দরা দাড়িয়ে জাতীয় সংগীত সম্মান প্রদর্শন করেন। প্রধান বক্তব্য তাঁর বক্তব্যে বলেন এটা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারক রহমানের সংগঠন এবং তাঁদের হাতকে শক্তিশালী করতে যুবদলের কর্মীদের সক্রীয় হয়ে কাজ করতে হবে,সব ধরনের অপশক্তির মোকবেলা করতে হবে বলে আহ্বান করেন। এ সংগঠন কখনো বিশৃঙ্খলা করে না,তাই সবাকে ধৈর্য সঙ্গে কর্মী সভা আলোচনা শোনার কথাও বলেন। এর পরে কর্মীদের মাঝে ক্রেস ও মাফলা প্রদান করেন। উক্ত কর্মীসভা আজমপুর সরাসরি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ কর্মীসভায় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।