ঢাকাবুধবার , ১৯ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জামালপুর সম্মিলিত কর্মজীবীর সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২৪

বার্তা কক্ষ
জুন ১৯, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!


মোঃ এনামুল হক (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

তীব্র তাপদাহ প্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং পথচারীদের শীতল রাখতে ,বিভিন্ন জাতের ৪০০শত বৃক্ষরোপণ বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে, জামালপুর সম্মিলিত কর্মজীবী কল্যাণ পরিষদের উদ্বেগে।

বুধবার  (১৯জুন) বেলা ১১ টার দিক বৃক্ষ রোপণ পরিচালনায়  সভাপতিত্ব করেন  মমিনুর রহমান,  এবং সকল সদস্য নেতৃত্বে পাথর্শী ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার সহ হলহলিয়া পাকা রাস্তার পাশ দিয়ে বিভিন্ন জাতের ৪০০ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

এ সময় বৃক্ষরোপনের কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল, তিনি বলেন,#জামালপুর সম্মিলিত কর্মজীবি কল্যাণ পরিষদ,# যে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে রয়েছে আগামী  বছরব্যাপী চলমান  বৃক্ষরোপন কর্মসূচি।
বৃক্ষরোপণ পরিচালনায় গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানের কর্মসূচির সঞ্চালনায় ছিলেন,আপেল মাহমুদ।

বিশেষ অতিথি  হিসাবে বক্তব্য রাখেন- আসাদুজ্জামান আসাদ, আবুল হোসেন বাবু, সোহেল মেম্বার,একেএম মোস্তফা কামাল।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ – ইন্জি: আল আমিন, আরসাদুজ্জামান হিটলার, মোর্শেদ কামাল মিন্টু,রাজিবুল ইসলাম (আন্জু), মোজাম্মেল হক মজনু, আরাফাত হাসান রাশেদ, আশিকুর রহমান আশিক, আব্দুল মালেক, ফারুক আহমেদ,

সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন, নাইস,বিপ্লব, বিলাস, ইউসুফ, শাহজাহান, রাহী, রিয়ান,সহ অনেকে।
তারই অংশ হিসেবে আজকে জামালপুর জেলায় ৬ মাসে ২ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই গ্রামের অবকাঠামো রাস্তা গুলো হয়ে উঠুক, সবুজ সুন্দর হোক এবং সারা দেশ পুনরায় শীতল হয়ে উঠুক।

এসময় বৃক্ষরোপনের কর্মসূচির পরিচালনা সভার  সভাপতিত্বে মমিনুর রহমান বলেন,সংগঠনের সকল সদস্যের  নির্দেশনা অনুযায়ী  সকল নেতাকর্মীর সহযোগিতায় ২ হাজার গাছ রোপণ করতে পারবে বলে আশাবাদী। সেই সাথে আসন্ন বর্ষা মৌসুমে ৫ হাজার গাছ লাগানোর প্রত্যাশাও তাদের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি