গত ১০/০৯/২০২৪ ইং তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে, এম শহিদ উদ্দিন এর আমলের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগসহ অভ্যন্তরীণ নিয়োগ, পদোন্নতি, বদলি সংক্রান্ত যত আদেশ জারী করেছেন তার সবগুলো স্থগিত করা হয়।এবং গত ১৮/০৯/২০২৪ ইং তারিখে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব-মো: ফজলুর রহমান কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাময়িকভাবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।
ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন ৩১৮৫ এর যোগসাজশে সাবেক এমডি শহিদ উদ্দিনের আমলে প্রায় শত কোটি টাকা ঘোষের মাধ্যমে ঢাকা ওয়াসাতে নিয়োগ, পদোন্নতি, বদলি সংক্রান্ত আদেশ জারী করেন। নতুন নিয়োগ, পাম্প চালক বদলি,পাম্প চালক হতে রাজস্ব পরিদর্শক পদোন্নতি, সহকারী রাজস্ব কর্মকর্তা হতে রাজস্ব কর্মকর্তা পদোন্নতি,রাজস্ব কর্মকর্তা হতে উপ প্রধান রাজস্ব কর্মকর্তা পদোন্নতি, উপপ্রধান রাজস্ব কর্মকর্তাদের পছন্দ মত জোনে বদলি ইত্যাদি। পরবর্তীতে মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে শহিদ উদ্দিনের সকল প্রকার কার্যকলাপ স্থগিত করার ফলে সুবিধাবীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে।
ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীগন অভিযোগ করেছেন যে ঘোষ বাণিজ্যের শত কোটি টাকা হজম করতে মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদারের মৌখিক অর্ডারে সবাই নতুন অফিসে যোগদান করেন। অভিযোগের সত্যতা যাচাই করে দেখা যায় যে নতুন নিয়োগ পাওয়া কর্মচারীরা অফিসের হাজিরা খাতায় প্রতিদিন স্বাক্ষর দিচ্ছেন। পাম্প চালক হতে পদোন্নতি পাওয়া রাজস্ব পরিদর্শক পদে অফিস করছেন এবং উপ প্রধান রাজস্ব কর্মকর্তাদের পছন্দ মত নতুন অফিসে উপস্থিতি পাওয়া যায়।