ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

সন্তানের ‘মা’ না হয়েও সুবিধা নিতেন মাতৃত্বকালীন ভাতার!

আরেফিন সুমন
নভেম্বর ৪, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মহিলা ইউপি সদস্য নাসিমা আক্তারের বিরুদ্ধে সন্তানের ‘মা’ না হয়েও মাতৃত্বকালীন ভাতার সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নাসিমা আক্তার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার। জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচি ( দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা ও শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু করে। অসহায় ও হতদরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা বরাদ্দ থাকলেও তথ্য গোপন রেখে গর্ভবতী না হয়েও নিয়মিত সরকারি এ সুবিধা গ্রহণ করতেন মহিলা ইউপি সদস্য নাসিমা আক্তার। একদিকে ইউপি সদস্যের সম্মানি ভাতা অপরদিকে তথ্য গোপন করে ভুয়া মাতৃত্বকালীন ভাতা দুটো সরকারি সুবিধা তিনি হরহামেশায় গ্রহণ করে আসছিলেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নাসিমা আক্তার তার ভুল স্বীকার করেন। এমনকি প্রতিবেদন না করতে এই প্রতিবেদককে অনুরোধ করেন।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেন আরা জানান,মহিলা ইউপি সদস্য নাসিমা আক্তারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি