ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ডাকাতি রোধ ও মন্দির পাহারায় ছাত্রদলের অনন্য উদ্যোগ

বার্তা কক্ষ
আগস্ট ৯, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি ও ডাকাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের মাঝে ভয়ের সঞ্চার হয়েছে। এ অবস্থায় সারা দেশে অনন্য উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের উদ্যোগে ঢাকাসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং এবং মন্দির পাহারা দেওয়া হচ্ছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কালবেলাকে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। এখন তাদের প্রেতাত্মারা মিলে দেশজুড়ে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও লুটপাটে জড়িত। আমরা এসব রোধে এবং সংখ্যালঘুদের মন্দিরসহ অন্যান্য স্থাপনা রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।

এদিকে বৃহস্পতিবার ঢাকা মহানগর উওর ছাত্রদলের আওতাধীন সকল থানায় মাইকিং করা হয়ছে। ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েলের উদ্যোগে মাইকিংয়ে বলা হয়- প্রিয় এলাকাবাসী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে যে কেউ যদি ছাত্রদলের নাম ভাঙিয়ে কোনো প্রকার চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি দেখানোর চেষ্টা করে আপনারা সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শোয়েবের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ছাত্রদলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজের জায়গা নেই। প্রিয় এলাকাবাসী এখনো ষড়যন্ত্র ও চক্রান্তকারীরা বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা সবাই সজাগ থাকবেন। এদেশ আপনার আমার আমাদের সবার।

এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি শুরু করেন। এদিন সকাল থেকে সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদের নেতৃত্বে মোহাম্মদপুর বাঁশবাড়ী সার্বজনীন মন্দিরের পাহারায় বসেছেন নেতাকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ৩১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হাসান বিজয়, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা পারভেজ খান, শিহাব খান, মেহেদী হাসান মিঠু, রবিউল ইসলাম, সবুজ, আসিফ, সায়মন, সাজিদ, নাজমুল প্রমুখ।

আকরাম আহমেদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন চলা স্বৈরাচার শাসনের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে। পুলিশ ও দালাল মিডিয়ার মাধ্যমে বিএনপি-জামায়াতের ওপর চাপিয়ে দিয়েছে। 

তিনি বলেন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মের লোকের ওপরে যেন আওয়ামী প্রেতাত্মারা আর আক্রমণ করতে না পারে সে জন্য পাহারা দিতে হবে। তাদের প্রতিষ্ঠানগুলো পাহারার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে গিয়ে আশ্বস্ত করে এসেছি, আমরা ছাত্রদলের নেতাকর্মীরা থাকতে তাদের কেউ আক্রমণ করতে পারবে না। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি