বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মনোয়ার হোসেন ডিপজল ও নিপুন আক্তারের দ্বন্দ্ব এখন আদালতে। নির্বাচনের আগে কথার লড়াই না চললেও সেই দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসেছে। ডিপজল ও নিপুন পরস্পরবিরোধী বক্তব্য রাখছেন।
সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন নিপুন। নানা অভিযোগ এনে ডিপজলের সেই পদ কেড়ে নেওয়ার চেষ্টায় প্রতিদ্বন্দ্বী নিপুন।
বিদেশ থেকে ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেন নিপুন। এ নিয়ে ইন্ডাস্ট্রি তোলপাড়। নিপুনের আচরণে চটেছেন সাধারণ শিল্পীরা। ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষোভ দিনকে দিন বেড়েই চলেছে।
এবার নিপুনের পার্লার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন চাচ্চু খ্যাত অভিনেতা। তিনি বলেন, নিপুনের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কী আমার মূল ব্যবসা? না, এটা আমর মূল ব্যবসা না। শুনলাম, উনি পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।
এর আগের নির্বাচনেও নিপুন সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে পরাজিত হয়েছিলেন। তবে আইন আদালত করে জায়েদকে চেয়ারে বসতে দেননি।