ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

বার্তা কক্ষ
আগস্ট ২০, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মেরাজ খান আদর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতিউল-কাদের চত্বরে অবস্থিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে কার্যালয়ে প্রবেশ করে কার্যালয়ের আসবাবপত্র, অনার বোর্ড, পাঠাগারে ভাঙচুর চালিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে প্রতিক্রিয়াশীল শক্তি। একই সময়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কার্যালয়ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কার্যালয় ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কার্যালয় ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতারা বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা স্পষ্টত একটি বার্তা বহন করছে। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার আশা থাকলেও প্রতিক্রিয়াশীল শক্তি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক পরিবেশ বিঘ্ন করার পাঁয়তারা করছে। তারই অংশ হিসেবে আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কার্যালয় ভাংচুর করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে যারাই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বাধা তৈরি করবে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। শিক্ষাপ্রতিষ্ঠানে সকল মত-পথের সবার জন্য সমান সুযোগ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এর অন্যথায় হলে শিক্ষার্থীরা পূর্বের ন্যায় আবারও রাজপথে নেমে আসতে দ্বিধা করবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি