আমার মতে, কোনো শিল্পী কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন। কিন্তু কোনো পদে যেতে পারেন না। ২০২৪ সালে কোনো শিল্পীর কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়। এক ফেসবুক লাইভে একথা বললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।
তিনি আরও বলেন, পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। কারণ আমি একা পদে নেই। আমার ওপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যা মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনো শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি।
মূলত কলকাতার আরজি করকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারা। আন্দোলনে সরব উপস্থিতি রয়েছে সোহিনী সরকারের। গত ৮ আগস্ট রাতের শিফট ছিল আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসকের। পরের দিন সকালে হাসপাতালের সেমিনার হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
হর হর ব্যোমকেশ, ব্যোমকেশ পর্ব, ভিঞ্চি দ্য, ক্রিসক্রস, আবার বিবাহ অভিযানসহ বহু সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার। এ ছাড়া টেলিভিশন সিরিয়াল ওগো বধূ সুন্দরী, অদ্বিতীয়া, ভূমিকন্যাতে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন ওয়েব সিরিজেও।