আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি সদর দপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন করে ডিবি বা গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান। তিনি এতদিন ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
মোহাম্মদ হারুন অর রশীদ সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় বেশ আলোচিত ছিলেন। বিশেষ করে তার দপ্তরে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে খাবার খাওয়া ছবি ও ভিডিও প্রকাশের পর উচ্চ আদালত এটিকে ‘মশকরা’ হিসেবে আখ্যায়িত করে।
গত বছর ৩০ই জুলাই বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দলীয় কর্মসূচি চলাকালে ধোলাইখাল থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়ার পর মি. রায়কে মধ্যাহৃভোজে আপ্যায়িত করার ছবি ও ভিডিও করে গণমাধ্যমে দেয়া হলে সেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়।
এরপর বিভিন্ন সময়ে অভিনয় জগত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিদের তার দপ্তরে দুপুরের খাবার খাওয়ান তিনি। পরে সেগুলোর ছবি ও ভিডিও গণমাধ্যমে আসে।