ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে ধর্মমন্ত্রীর  মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা কক্ষ
জুলাই ১২, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণের সাথে বীরমুক্তিযােদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি,  প্রিন্ট্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন এবং  রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধাত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ ফরিদুল হক খান, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জামালপুর আইন কলেজের অধ্যক্ষ এড. আ: ছালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন লেবু, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস,কৃষি কর্মকর্তা এ.এল. এম. রেদুয়ান, উপজেলা স্বাস্থ্য কর্মকার্তা ডা: এ.এ. এম. আবু তাহের,
বীর মুক্তিযােদ্ধা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক,বীর মুক্তিযােদ্ধা শাহাদত হোসেন স্বাধীন,  ইসলামপুর এম.এ সামাদ পারভেজ কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান,
ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুমান হাসান প্রমুখ।

এ সময়  অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ,  কোষাধ্যক্ষ মোর্শেদুর রহমান খান মাসুম, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুল ইসলাম শিবলী,উপ দপ্তর সম্পাদক শ্রী অংকন কর্মকার, উপ প্রচার সম্পাদক জিয়াউল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন সরকারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রিন্ট্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সূধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম ও সিনিয়র মস্য কর্মকর্তা কামরুল হাসান।
মতবিনিময় সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইসলামপুর উপজেলাকে উন্নয়নের সব্বাের্চ ধারপ্রান্তে পৌছানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি