কাজি আরিফ হাসানঃ রাজধানীর উত্তরে থেমে থেমে চলা দক্ষিণ খানের সড়ক প্রকল্প কাজ কিছুটা এগিয়ে চলেছে। ঢাকা উত্তর সিটির দক্ষিণ খানের এই মেগা সড়ক প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহ থেকে এই সড়ক প্রকল্পটির কাজ এগিয়ে যেতে দেখা যায়। মাসের পর মাস এই থেমে থেকে এগিয়ে চলা এই সড়কটি নিয়ে দুর্ভোগ এলাকাবাসী।দক্ষিণ খান থানাধীন কষাইবাড়ি থেকে কাঁচকুড়া পর্যন্ত এই সড়কটি সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে চললেও এই সড়ক প্রকল্পটির কাজ করে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সহযোগিতায়। তথ্য নিয়ে জানা গেছে,ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আবার কিছু ঠিকাদারদের মাধ্যমে এই সড়ক কাজ করছে বিগত আওয়ামী সরকারের সময়ও যে ভাবে এই সড়ক প্রকল্পে কাজ থেমে থেমে চলছিলো ঠিক তেমনি ভাবে গত ৫ আগস্ট এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর দক্ষিণ খানের এই সড়ক প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় এবং এ সড়কে পথচারীদের দুর্ভোগে পড়তে হয় সীমাহীন। এ সড়কের বিষয়ে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে এলাকাবাসীর আলাপচারিতা আবারও শুরু হয় এই সড়ক প্রকল্পের কাজ। সড়কের কর্তব্যরত সেনা সদস্যরা জানান,এই সড়কের প্রধান কাজ সড়কটির নিচে পিট করা ও পাইপ ফেলা এবং সেটা প্রায় শেষের পর্যায়ে,আপাতত পথচারীরা পায়ে হেটে চলাচল করতে পারবেন,তবে এই সড়কে যানবাহন চলাচলের উপযোগী করতে হলে সময় লাগবে। শুধু তাই নয় সেনা সদস্যরা বলে বৃষ্টি কারনে পিট ও সড়কের আশপাশের পানিতে জলাবদ্ধতা হওয়ার কারনে সড়ক প্রকল্পের কাজটি কিছুটা বিলম্ব হয়। এদিকে দক্ষিণ খান এলাকাবাসী জানায়, এই সড়কটির মাঝ খান দিয়ে পিট ও পাইপ ফেলার এমন ভাবে খোড়া হয়েছে যার কারনে সড়কের মাঝখান দিয়ে হাটা তো যায়ই না সেই সঙ্গে পাশে থাকা যতটুকু জায়গা আছে তা সাধারণ মানুষ চলাচল করতে পারে না,তার ওপর আবার কিছু অসাধু ব্যবসায়িরা তাদের ব্যবসার পসরা সাজিয়ে বসে পথচারীদের চলাচলের বাধা সৃষ্টি করছেন। যার কারনে প্রতিনিয়তই পথচারীদের একজনের সঙ্গে অন্য জনের শরিরে ধাক্কা লেগে সংঘর্ষ হতে দেখা যায়,এলাকাবাসী আরো জানায়,বৃষ্টি হলে তো কোনো কথাই নেই সড়কটি ও তার আশপাশে বৃষ্টি পানিতে পিছলা হয়ে অনেকেই পড়ে দুর্ঘটনায় শিকার হতে দেখা যায়। এই সড়ক প্রকল্পের কাজ থেমে থাকায় বিভিন্ন পত্রিকায় ও ইলেকট্রনিকস মিডিয়ায় বহুবার প্রতিবেদনটি প্রকাশ হতে দেখা যায় কিন্ত কোনে লাভ হয়নি। তবে গত সপ্তাহ থেকে আবারও এই কষাইবাড়ি থেকে কাঁচকুড়ার সড়কের কাজ শুরু হতে দেখা যায়, এ সড়কের কারনে থমকে গেছে দক্ষিণ খান এলাকাবাসীর ব্যবসা-বানিজ্য। সাধারণ মানুষের দাবি যত দ্রুত সম্ভব এই সড়কটির কাজ শেষ করে এলাকাবাসীর চলাচলের উপযোগী করে তোলা হোক।