ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

প্রধান শিক্ষককে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বার্তা কক্ষ
আগস্ট ২৪, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মঞ্জুরুল হক,জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসিকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।বুধবা সকালে বিক্ষোভ সমাবেশের  আয়োজন করেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এর আগে শিক্ষার্থীদের  বিক্ষোভ করার পরিস্থিতি টেরপেয়ে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি’র পক্ষ থেকে  সেনা সদস্যদের খবর দেয়া হয়।পরে সেনা সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গনে এসে উপস্থিত হয়।পরে সেনা সদস্যদের উপস্থিতেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।বিক্ষোভ কালে শিক্ষার্থীদের ব্যানারে লেখা দেখা যায়,অযোগ্য দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসির পদত্যাগ চাই,তিনি পদত্যাগ না করলে  লাগাতার কর্মসুচি চালাবে ছাত্ররা।পরে আন্দোলনরত অবস্থায় বহিরাগত কিছু লোকজন লাঠি শোঠা নিয়ে ছাত্রদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেন। এ ব্যাপারে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক তারা বলেন,বিক্ষোভ কালে আমাদের শিক্ষার্থীরা ছাড়াও বহিরাগত এবং  সাবেক শিক্ষার্থীদের দেখাগেছে,এরা কেন? নিশ্চয় কোন এক মহলের পরামর্শে এ আন্দোলনে নেমেছে ছাত্ররা। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলরা বলছেন,প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে একটি পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলছেন,তার পদ ত্যাগ জুরুরী হয়ে পড়েছে।সচেতন মহলরা আরও বলেন,শিক্ষার্থীদের উপর যারা লাঠি চার্জ করেছেন,তাদের বিচার না করলে,বিষয়টি ওপরে পর্যন্ত গড়াবে,এছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন গেম খেলা চলবেনা কারো। এ প্রতিষ্ঠান আমাদের সকলের।
পরিস্থিতি সামাল দিতে তিতপল্লা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার তার পুরো টিমনিয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের শান্ত করেন এবং হট্টগোল না করে  বিধিবিধানের মাধ্যমে প্রধান শিক্ষকের অপসারন চান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি