চট্টগ্রামের মিরসরাইয়ে আবদুর রহমান নামে এক ব্যবসায়ীকে জিম্মী করে দুই লাখ টাকা চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে তার বসতবাড়ি ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) আব্দুর রহমানের ভাই মোহাম্মদ হানিফ অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে আমাদের বাড়িতে গিয়ে স্থানীয় সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আমার ভাই ঘরের ভেতরে ছিল, বাহিরে বের হয়নি। পরদিন ভোরে ছাগলনাইয়া যাওয়ার পথে হাবিলদারবাসা এলাকায় জিম্মী করে শাহাদাত, শাখাওয়াত, নাজিম, বাবুসহ একদল সন্ত্রাসী ভাইকে আটকে ফেলে।
তিনি বলেন, এরপর বেধড়ক মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আমার বড় ভাই দুই লাখ চাঁদা দিয়ে জিম্মি থেকে রক্ষা পায়। আমরা সবাই ব্যবসায়ী। অন্যায়ভাবে বাড়ির ঘরে হামলার করে চাঁদা নিয়ে গেছে। থানায় পুলিশ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা সম্ভব হয়নি।