ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলা গোয়ালেরচর ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে সভারচর দাখিল মাদ্রাসা শহীদ মিনার হইতে এক ঝটিকা মিছিল বের করে।

উপজেলা গোয়ালেরচর ইউনিয়নের যুবলীগের  সভাপতি সুজনের নেতৃত্বে  ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলও করেন।

সোমবার (১৬ ডিসেম্বর)  রাত ৮.৩০ মিঃ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেনের আইডি থেকে ঝটিকার মিছিলের ভিডিও টা পাওয়া যায়।

ভিডিওতে দেখা যায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর  ইউনিয়নের সভারচর কারিপাড়াএলাকায় গোয়ালেরচর ইউনিয়ন  ঝটিকা মিছিলে যুবলীগকর্মী এস কে সূজন খাঁন নেতৃত্ব সভারচর দাখিল মাদ্রাসা শহীদ মিনার হইতে বের হয়ে কারিপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার এসে মিছিলিটি সমাপ্তি করে, এছাড়াও গোয়ালের চর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন যুবলীগকর্মী মোঃ আক্কাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে প্রায় ২৫/৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন।

তারা শ্লোগান দেয় মিছিল শেখ হাসিনা বীরের বেসে আশবে ফিরে বাংলাদেশে সহ বিভিন্ন  স্লোগান দিতে শোনা যায়, ভিডিওতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, কে বলেরে মুজিব নাই, ‍মুজিব সারা বাংলায়, জয় বাংলার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

জামালপুর  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিহাদী হাসান নাবিল খাঁন  বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিজয় দিবসের আকাঙ্খা নসাৎ করার জন্য তারা আজকে মিছিলটি বের করে । এইটা ঘৃণিত ও ন্যক্কারজনক কাজ। প্রশাসন কেন নীরব? অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর জবাব দেবে।

ইসলামপুর  থানার ওসি সাইফুল্লাহ সাইফ  কাছে এ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি  বলেন, আজকে যে নিষিদ্ধ ছাত্র সংগঠনটি ছাত্রলীগের একটা ঝটিকা মিছিল বের করে তা তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি