নরসিংদীর শিবপুরে যোশর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন পরিষদ মাঠে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোঃ তোফাজ্জল হোসেন সহ ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন যোশর ইউনিয়ন পরিষদ নির্বাচন সময়ে ভিপি তোফাজ্জল হোসেনের সকল কেন্দ্রের এজেন্ট।
যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে এখনো মামলা চলমান। আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমি দাবি জানাচ্ছি খুব দ্রুত মামলার রায় দিয়ে যোশর ইউনিয়ন বাসীর মুখে হাসি ফোটাতে। আইনের মাধ্যমে যে রায় হয় আমি সেটাই মেনে নিবো।
তিনি আরও বলেন, শুধু রাসেল চেয়ারম্যানের ব্যাপারে নয় শেখ হাসিনা সরকারের নির্লজ্জ বেহায়া নির্বাচন কমিশন ও তৎকালীন প্রশাসনের যারা দায়িত্ব পালন করেছেন তাদের ব্যাপারেও প্রতিবাদ করছি। যোশর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান সরাসরি ভোট চুরিতে সহযোগিতা করেছিলেন। তৎকালীন সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনও ভোট চুরিতে সহযোগিতা করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন সহ যারা অবৈধভাবে একজনকে নির্বাচিত ঘোষণা করেছেন। জনগণের রায়ের সাথে যারা বেইমানি করেছেন। আমি আজকে এই নিরপেক্ষ সরকারের কাছে তাদের শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, পঞ্চম ধাপে অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরের যোশর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পরিবর্তনের অভিযোগ করেছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি মোঃ তোফাজ্জল হোসেন। তিনি ভোট পুনঃগণনার দাবি করেছিলেন। এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে।