ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বার্তা কক্ষ
আগস্ট ১৮, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মঞ্জুরল হক (জামালপুর) :
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউপি চেযারম্যান সাইফুল ইসলাম খান ওরফে সোহেল খানের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার  দুপুরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশে আয়োজন ছাত্র-জনতা। এতে  বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, ইউপি সদস্য মিজানুর রহমান ও রকিবুল ইসলামসহ স্থানীয় ছাত্র জনতা।  


বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন কোন সুষ্ঠ  নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকারের সর্বনিম্স্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ  অংশগ্রহণ করেছে। 


বর্তমানে অন্তবর্তি সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদ সদস্যদের যেমন অব্যাহতি দেওয়া হয়েছে তেমনি উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও  অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা। এ ব্যাপারে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেলে সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করে হলে তাকে পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি