আরেফিন সুমনঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মৌজায় জোরপূর্বক ভাবে ফসলি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় ২৫ জানুয়ারি/২৫ চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি গ্রামের ভূমিদস্য আব্দুস সালামসহ নিম্ন জমির তফসিল বর্ণিত মৌজা পচাবহলা, সাবেক দাগ- ৭৯, বিআরএস দাগ-১৩৫,১৩৬ বিআরএস খতিয়ান নং- ৯২৯। এর মধ্যে ৫৩ শতাংশ জমি দখলের পায়তারা চলছে।
ভূক্তভোগী নিরীহ কৃষক সাহাব উদ্দিন জানান, ২৫ জানুয়ারি চাষাবাদ করতে গেলে বিবাদীগণরা আমাদের বাধা প্রদান করে। উক্ত জমি আমরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসতেছি। আব্দুস সালাম ও তার সন্তানেরা বিভিন্ন সময় জোরপূর্বক ভাবে আমাদের জমি দখল করার পায়তারা করছেন। আমরা জমিতে হাল চাষ করতে গেলে আমাদেরকে বিভন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং জমি চাষে বাধা প্রদান করেন। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৩১জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত জমিটিতে দখলের নমুনা হিসাবে একটি হাল চাষের ট্রাক্টর রেখে গেছেন। এ ব্যাপারে এলাকাবাসী বলেন জমিটা নিয়ে দীর্ঘদিন যাবত কয়েক দফা গ্রাম্য বিচার সালসি হয়েছে কোন প্রতিকার না পেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের কারেন।
এবিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান বাদীর অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।