সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবা-মা ও দুই ছেলে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা রাজশাহী জেলার বাগমারা থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি