নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় ভবনে আটকা পড়া নিখোঁজদের উদ্ধার কাজ শুরু করতে পারেননি ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর পর্যন্ত আগুনে পুড়ে যাওয়া ভবনের ফ্লোরে তাপমাত্রা বেশি থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ট্রেনিং কমপ্লেক্স) মানিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, রোববার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় গাজী টায়ারের স্টোর রুম। রুমটিতে কারখানার মেশিনারিজ ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার কাজ শুরু করতে পারেননি ফায়ার সার্ভিস। তবে ভবনটির ছাদের তাপমাত্রা বেশি থাকায় এখনো উদ্ধার কাজ শুরু করা যায়নি।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ট্রেনিং কমপ্লেক্স) মানিকুজ্জামান বলেন, গাজী টায়ারের ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনই উদ্ধার কাজ শুরু করা যাচ্ছে না। ভবনের ভেতরে কাঁচামাল থাকায় বিভিন্ন জায়গায় ছোট ছোট আগুন রয়েছে।
তিনি বলেন, এ ছাড়া ছাদে এখনো প্রচুর তাপ রয়েছে। আমাদের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা এলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে উদ্ধার কাজ চালানো হবে।