সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে থাকা কফি তৈরির মেশিন থেকে প্রায় ১৬ কেজি সোনা জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও সিভিল এভিয়েশনের সদস্যরা।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান। তিনি জানান, ওই কফি তৈরির মেশিন থেকে মোট ১৫০টি সোনার বার এবং ৪টি সিলভারের প্রলেপযুক্ত সোনার চাকতিসহ মোট ১৫ কেজি ৯১০ গ্রাম সোনা জব্দ করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ৩৬ লাখ টাকা।
জানা গেছে, এ ঘটনায় আটক হোসাইন আহমদ (২০) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ। হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ওসমানী বিমানবন্দরে আসেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সকাল ৮টা ২১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই যাত্রী। প্রথমে তার মালামাল স্ক্যান করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পরে গোয়েন্দা সদস্যরা আবার তল্লাশি চালান। একপর্যায়ে তার সঙ্গে আনা কফি তৈরির তিনটি যন্ত্র দেখে সন্দেহ হয়। সেগুলো খুলে তল্লাশি চালানোর পর ভেতর থেকে ১০৫টি সোনার বার জব্দ করা হয়। এ ছাড়া গলিয়ে আনা চারটি সোনার চাকতি জব্দ করা হয়েছে।