জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসিকে কারন দর্শানোর নোটবশ ( শোকজ) দিয়েছে ইউএনও। প্রধান শিক্ষককের বিভিন্ন অনিয়মে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তার পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ সমাবেশ করে আসছিল শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের বিক্ষোভ করার পরিস্থিতি টেরপেয়ে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি’র পক্ষ থেকে সেনা সদস্যদের খবর দেয়া হয়।পরে সেনা সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গনে এসে উপস্থিত হয়।পরে সেনা সদস্যদের উপস্থিতেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।বিক্ষোভ কালে শিক্ষার্থীরা অযোগ্য দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসির পদত্যাগ চান।তিনি পদত্যাগ না করলে লাগাতার কর্মসুচি করতে থাকেন ছাত্ররা।পরে আজ মঙ্গলবারর বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ইমরান হুসাইন আমির ইউএনও কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন।
এ ব্যাপারে জামালপুর সদর ইউএনও জিন্নাত শহীদ পিংকি বলেন,ছাত্রদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি’র স্হলা ভিত্তিতে ওই স্কুলের সহকারি প্রধান শিক্ষক বুধবার (২৮ আগষ্ট)থেকে দায়িত্ব পালন করবে। এছাড়া ওই প্রধান শিক্ষককে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে হবে এবং তার বিরুদ্ধে ৩ সদস্যরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট তার বিরুদ্ধে আসলে ওই শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।