মালয়েশিয়ার কুয়ালালামপুর, জহুরবাহারু, পেরেক, পেনাংসহ ৯টি রাজ্যে ইমিগ্রেশনের অভিযানে গত ২৮ দিনে ৫৮৪ বাংলাদেশিসহ এক হাজার ৮৩৫ জনকে আটক করা হয়েছে।
মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুসোহ জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৩২ হাজার ৯৫২ বাংলাদেশিসহ ৬৫ হাজার ৭৪৯ জনের বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন।
তিনি জানান, অবৈধ অভিবাসীদের নিয়ে জনগণের উদ্বেগ রয়েছে। মালয়েশিয়ায় কোনো অবৈধ অভিবাসীকে অবস্থান করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মহাপরিচালক দাতুক রাসলিন জুসোহ বলেন, আমরা ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারা দেশে ৪৮২টি জায়গায় ৯ হাজার ৯৮৯টি অভিযান পরিচালনা করেছি। দৈনিক গড়ে প্রায় ৫৮টি অভিযান চালানো হয়েছে। অভিযানে এক লাখ ৮৩ হাজার ২৭৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে থেকে ৬৫ হাজার ৭৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আমাদের দেশে নির্মাণ, পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের চাহিদা পূরণের জন্য বিদেশি শ্রমিকদের ওপর নির্ভর করে। এখনো পর্যন্ত আমাদের দেশে প্রায় ২৪ লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছে।