ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার বেশি মূল্যমানের আনুমানিক ৩ কেজি ওজনের একটি স্বর্ণের চালান জব্দ করেছে ঢাকা কাস্টম। সেই সাথে চোরাচালানে জড়িত ২ নারীকে আটকের তথ্য মিলেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মো. মিজানুর রহমান(কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক) বিষয়টি নিশ্চিত করে সাংবাদমাধ্যকে বলেনন, ২ সেপ্টেম্বর সকাল ৮ টা ৪৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ফ্লাইট নং-বিজি-১৪৮ অবতারণের পর ফ্লাইটটিতে থাকা ছালমা বেগম ও সনিয়া আক্তার নামে ২ যাত্রীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের ২টি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের দেখা যায়।
এদিকে সে সময় গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হয় এবং উক্ত ব্যাগ ২টির মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো ২টি বান্ডিলে মধ্যে থাকা ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৩ কেজির বেশি এবং স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকার বেশি।
মিজানুর রহমান সাংবাদিকদের আরো বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা হয়েছে বলে নিশ্চিত করেন। এছাড়া আটক ২ মহিলাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে শুল্ক আইনের মামলার প্রস্তুতি চলছিলো।