জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতি বার (৬সেপ্টেম্বর ) আয়ুব আলী ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বাদী আয়ুব আলী চর পুটিমারি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি, ইসলামপুর জামালপুর। ।
এতে ক্ষমতাচ্যুত সরকারের বিলুপ্ত ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডঃ আব্দুস সালাম কে প্রধান আসামি করা হয়েছে।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুস সালাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক খলিল , সহসভাপতি, চার্লেস চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাসুম খান, ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র শেখ আঃ কাদের, ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো শাহীন চৌধুরী, সহসভাপতি, স্বাধীন, মাকসুদুর রহমান আনসারী, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশীদ হারুন ও সাধারণ সম্পাদক এবং কমিশনার মোহন মিয়া ,উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান,সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক,আকরামুজ্জামান হিরো,কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি শাওন, ডিজেবাবু, মিন্টুসহ ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
ইসলামপুর পৌর শহরের অডিটোরিয়াম এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের হত্যার উদ্দেশ্যে আসামিরা ব্যাপক মারধর করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বাদী আয়ুব আলী উল্লেখ করেন, গত ৪ই আগস্ট বেলা আনুমানিক ১১,৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করিয়া ইসলামপুর অডিটোরিয়ামের সামনে একত্রিত হইয়া আন্দোলনরত থাকা অবস্থায় ক্ষমতাচ্যুত সরকারের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সন্ডাগন্ডা, উল্লেখিত আসামিগণ সহ অজ্ঞাতনামা আরো ৮০-৯০ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শর্ট গান পিস্তলসহ মারাত্মক বিভিন্ন অস্ত্রপাতিতে সুসজ্জিত হইয়া পূর্ব কল্পিতভাবে ঘটনাস্থলে থাকা নিরস্ত্র আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে আসামিরা তার দলের ছাত্রদেরকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে হকি স্টিকের গোড়ালি দিয়ে তাদের আঘাত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে যেতে চাইলে আসামিরা ফাঁকা গুলিও ছোড়েন। আসামিরা তার সহযোদ্ধাদের রাস্তায় ফেলে কিলঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ইসলামপুর থানার ওসি শ্রী সুমন তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথমবাংলা কে জানান, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১,৩০ ওই বাদী উপজেলা চেয়ারম্যানসহ ৩১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় বাদী তার দলের কর্মীকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনেছেন।