বগুড়ার শিবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় এক কৃষক লীগের কেন্দ্রীয় নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ জুন) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত এ কৃষক লীগ নেতার নাম আজমল হোসেন (৬৫)। তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় পুনর্বাসন সম্পাদক ও এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু কৃষি পদকজয়ী ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা।
মৃত্যুর দিন সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে রাত ১০টায় স্থানীয় রায়নগর মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর আলম মাস্টার জানান, গত ২৭ মে তার নিজ বাড়ি রায়নগর বন্দরের পাশে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।
শিবগঞ্জ থানার ওসি আবদুল রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবস্থা নিতে ওই অটোরিকশাকে খোঁজা হচ্ছে।
এদিকে তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,
বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, কেন্দ্রীয় কৃষক লীগ আজাদ হোসেন, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।