সিরাজগঞ্জের কামারখন্দে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে পালিয়ে গেছে প্রেমিক। এসময় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে প্রেমিকা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে দেখা যায়, অনশনরত অবস্থায় রয়েছে ওই তরুণী। এর আগে গতকাল রোববার রাত থেকে সে এ অনশন শুরু করে।
পলাতক প্রেমিকের নাম রিপন আকন্দ। সে হাসেম আকন্দের ছেলে। সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজে অনার্সে পড়েন রিপন।
ভুক্তভোগী তরুণী কালবেলাকে জানান, দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। রিপন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন এবং শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু গত রাতে বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে পালিয়ে যান তিনি।
তরুণী বলেন, এখন আমাকে বিয়ে না করলে, এখান থেকে আমার লাশ যাবে।
অনেকবার চেষ্টা করেও অভিযুক্ত রিপন আকন্দের মোবাইল ফোনের সংযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে রিপনের মা বলেন, আমি অসুস্থ মানুষ। আমার ছেলে যদি মেনে নেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি ছেলের বউ হিসেবে মেনে নেব।
বিষয়টি নিয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদুল হক (হ্যাপি) জানান, উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করব। সমাধান না হলে আইনিব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান কালবেলাকে বলেন, বিষয়টি শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।