নারী নির্যাতন মামলার আসামী মাহমুদুল হাসান(২৮)কে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।বুধবার জামালপুর নারী নির্যাত আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করার এ আদেশ দেন। মাহমুদুল হাসান সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার শামছুল আলমের ছেলে।তার বিরুদ্ধে উপজলার বিলবালিয়া এলাকার রফিকুল ইসলামের কণ্যা আলিয়া আক্তার ওরফে রুপা বাদি হয়ে ২০২০সালে তাক ধর্ষনের দায়ে জামালপুর শিশু ও নরী নির্যাতন কোর্টে মামলা দায়ের করেন।মামলা সুত্রে জানাগেছে,আলিয়া আক্তার রুপা এক সন্তানের জননী ছিলেন,তাকে বিভিন্ন প্রলোভনে ইটভাটা মালিক সরিষাবাড়ির সাতপোয়া এলাকার মাহমুদুল হাসান তাকে আগের স্বামী থেকে তালাক করে তিনি নিজে বিয়ে করবে বলে দীর্ঘদিন ধর্ষন করেন।পরে এক পর্যায় আলিয়া আক্তার তার সঙ্গে বিয়ের কথা বললে তালবাহনা শুরু করোন।পরে আলিয়া আক্তার রুপা ২০২০ সালে মাহমুদুল হাসানসহ তার সহযোগী বিলবালিয়া এলাকার ইদ্রিস আলীকে আসামী করে নারী নির্যাতন কোর্টে ধর্ষনের মামলা দেন।এ মামলার প্রধান আসামী মাহমুদুল হাসান বিভিন্ন কৌশলে জামিনে থাকলেও আজ বুধবার নারী নির্যাতন কোর্টের বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।বাদি পক্ষের আইনজীবী এড. মুহাম্মদ আমান উল্লাহ আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।