ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে ৬৩ হাজারের উপরে মানুষ পানি বন্দি

বার্তা কক্ষ
জুলাই ৫, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর ইসলামপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৬৩ হাজারেরও উপরে মানুষ।  

৫জুলাই (শুক্রবার) সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে  ইসলামপুর  উপজেলার মোট ৮টি ইউনিয়ন কুলকান্দী,বেলগাছা,চিনাডুলী,সাপধরী,নোয়ারপাড়া, পাথর্শী,ইসলামপুর সদর,পলবান্ধা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। ইসলামপুর  উপজেলার গুঠাইল সড়কের  সংযোগ সড়ক ও আমতলীর উলিয়া  এলাকায় ইসলামপুর ও মাহমুদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে  যাওয়ায় ওই এলাকার সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,বন্যার পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িঘরে পানি উঠায় কয়েকশ পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান (টিটু) কালবেলা কে বলেন,বন্যার্তদের জন্য ১২০মেট্টিক টন চাল ও ৩৫০  প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে, পৌরসভার সহ ১৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে , বন্যা মোকাবেলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।

ইসলামপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ সিরাজুলইসলাম বলেন, বন্যা মোকাবেলায় জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি