জামালপুরে ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেছেন ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খাঁন ( দুলাল) এমপি।
৮ জুলাই (সোমবার) সকাল ১১টার সময় ইসলামপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কুলকান্দী ইউনিয়নে পানিবন্দি মানুষের মাঝে চাল বিতরণ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কালবেলা কে বলেন, ইসলামপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে। এ পর্যন্ত উপজেলার প্রায় ৬৩ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে।
ইসলামপুর উপজেলার জন্য নগদ ২লাখ ৫০ হাজার বরাদ্দ দেওয়া হয়েছে, ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল)এমপি বলেন, কুলকান্দী ইউনিয়নের পানিবন্দি পাঁচ শতাধিক মানুষের মাঝে চাল, বিতরণ করা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছ আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির জন্য জন প্রতিনিধিদের বলেছি।
তালিকা পেলে বলা যাবে এ পর্যন্ত কতোগুলো পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম কালবেলা কে জানান, উপজেলার চরমন্নিয়া,বরুল,জিগাতলা,মাগুনমিয়া,এলাকার বাড়িঘরে নদীর পানি প্রবেশ করায় রাস্তা-ঘাট ভেঙ্গে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।তিনি জানান, যমুনা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে পানি ধারণ করতে না পারায় বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এতে কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। তারা আমাদের কে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
চাল বিতরণকালে ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুস সালাম ,ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার, ভাই চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ আবিদা সুলতানা (যূথী), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু ও কুলকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।