প্রলয়ংকারী বন্যা থেকে জীবন বাজি রেখে এক নারী ও শিশুকে উদ্ধার করেছেন দুঃসাহসিক এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ওই যুবক নারী ও শিশুকে উদ্ধারের চেষ্টা করছেন।
ভিডিওতে দেখা যায় নারী ও শিশু যেখানে ছিলেন সেখানে প্রবল বেগে বয়ে যাচ্ছিল বন্যার পানি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে যদি পা একটু ফসকে তাহলে নিশ্চিত মৃত্যু। তখন ওই যুবক একটি দড়িতে ধরে ভবনের নিচের দিকে গিয়ে ওই নারীর কাছে যান।
দেখা যায় ওই নারী তার সন্তানকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছেন। পরে ওই নারী ও শিশুকে দড়ির মাধ্যমে উপর দিকে টেনে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ইয়েমেনে।
গালফ নিউজ জানিয়েছে, গত কয়েকদিন ধরে ইয়েমেনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে দেশটিতে। বৃষ্টির পানিতে সৃষ্ট এ বন্যায় অনেক মানুষ হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা বা ওসিএইচএ জানিয়েছে, ইয়েমেনে বৃষ্টি ও বন্যায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের আরেক সহযোগী সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনে চলতি মাসের শুরুতে দেখা দেওয়া এই বন্যায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।