সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টায় বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও এন ডি মুন্সি কলিমুল্লাহ দাখিল মাদ্রাসা এই ৩টি আশ্রয়কেন্দ্র ঘুরে ৫০ পরিবারের মাঝে ১৩ কেজি পরিমাণের খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।
প্রতি বস্তায় ছিল, চাল, ডাল, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এই কাজে পুলিশের সঙ্গে থেকে সহযোগিতা করেন নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
আশ্রয়কেন্দ্রে থাকা রহিমা বেগম কালবেলাকে বলেন, পুলিশ দেখে ভয় পেয়েছিলাম। পরে দেখি তারা খাদ্যসামগ্রী দিচ্ছে আমাদের। খুব কষ্টে দিন কাটছিল। খাবার পেয়ে ভালো লাগছে।
বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, পুলিশ সব সময় মানুষের সেবায় কাজ করে। আমাদের আইজিপি স্যার ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আজ লক্ষ্মীপুর ইউনিয়নের মোট ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি। এই ধারাবাহিকতা যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অব্যাহত থাকবে।